প্রোগ্রামিংয়ের পঁঞ্চ রত্নের Variable.

প্রোগ্রামিংয়ের পঁঞ্চ রত্নের Variable.

আপনি যে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শেখেন না কেনো আপনকে ঘুরে ফিরে পাঁচটি বিষয়ের উপর খুব ক্লিয়ার ধারনা থাকতেই হবে । আর,সে পাঁচটি বিষয় হলো:

1- Variable 2- if else 3- Array 4- Loop 5- Function

আর,এই পাঁচটি বিষয় কে আপনি বলতে পারেন প্রোগ্রামিংয়ের পঁঞ্চ রত্ন বা মণি। তাই কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ঠিক ভাবে শেখার জন্য এই পাঁচটি বিষয়ের উপর খুব ক্লিয়ার ধারনা থাকা উচিত। তা না হলে প্রোগ্রামিংয়ের 'প' ও বুজবেন না ।

আর আপনি যদি এই পাঁচটি সর্ম্পকে ক্লিয়ার ধারনা রাখতে পারেন তা হলে যে কোন সময় যে কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিফট করতে পারবেন।

সব প্রোগ্রামিং ল্যাংগুয়েজে এই কনস্পেট গুলো এক কিন্তু এক একটির ডিক্লেরেশন আলাদা ।

তাই আজকে আমি লেখবো Variable নিয়ে ।

তো শুরু করা যাচ্ছে-----

কোকাকোলা খাইছেন না? দেখছেন অতিরিক্ত কদর দেখাইছেন তাই ২০ টাকা থেকে ২৫ টাকা হয়ে গেছে । কোকাকোলার বোতলটার দিকে খেয়াল করেছেন। যখন ২৫ টাকা দিয়ে কোকাকোলা কিনছিলেন তখন কিন্তু বোতলে কোকাকোলা ছিল ২৫০ মি:লি: ।

বাহিরের প্রচন্ড গরমের কারনে আপনি ঠান্ডা কোকাকোলা কে আস্তে আস্তে খেলেন প্রতি চুমুকে ৫০ মি:লি: করে । যখন প্রথম চুমুক দিলেন তখন ২৫০ মি:লি: থেকে নেমে আসলো ২০০ মি:লি: তে, তারপর ১৫০ মি:লি: তে, তারপর ১০০ মি:লি:তে ।

তাই আপনি বলতে পারেন কোকাকোলা টি vary হচ্ছে বা পরিবর্তন হচ্ছে । আর,যে বিষয়টি পরিবর্তন হয় থাকেই Variable বলে । সুতারং কোকাকোলাটি হলো Variable।

আর Variable শব্দটির দিকে খেয়াল করেছেন। দেখতে পারবেন দুটি শব্দ আছে এক vary দুই able । vary যার অর্থ হলো : পরিবর্তন । able যার অর্থ হলো : যোগ্য ।

সুতরাং, Variable কে বলতে পারি যেটা পরিবর্তন যোগ্য সেটাই Variable ।

দেখুন তো Variable নিয়ে আপনার আসে পাশে এই রকম কিছু আছে কিনা ? থাকলে, কমেন্ট সেকশনে লিখে ফেলুন ।

যেভাবে Variable এর নাম সেট করবেন

আমি যদি RC খাই অনেক সময় RC বোতলটাকে বাড়ি নিয়ে আসি । মনে মনে বলি কোনো না কোনো কাজে ঠিকি লাগবে ।

হ্যা, কাজে ঠিকি লাগে । আম্মু ঐ বোতলে গরুর দুধ রাখে । কোন সময় সোয়াবিন তৈল বা নারিকেলের তৈল অথবা সরিষার তৈল রাখে।

কিছুক্ষন আগে যখন RC খেতে ছিলাম তখন বোতলটির নাম ছিলো RC‌‌‌'র বোতল । দুধ রাখার পর - দুধের বোতল । তৈল রাখার পর - তৈলের বোতল ।

বোতলের ভিতরের value পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু বোতলের নামের ও পরিবর্তন হচ্ছে । যেমন: RC বোতল থেকে দুধের বোতল ।

যেভাবে Variable ডিক্লেয়ার করবেন :

এক একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজে Variable ডিক্লেয়ার করতে হয় এক এক রকম ভাবে ।

যে ভাবে JavaScipt এ Variable ডিক্লেয়ার করতে হয়

প্রথমে Variable এর নামের প্রথম তিনটি অক্ষর var তার পর Variable এর নাম । তারপর সামন চিহ্ন দেওয়ার পর Variable এর value ।

যেমন :

var telerBottol = "Sorisar Tel";

যে ভাবে Python এ Variable ডিক্লেয়ার করতে হয়

Python এ শুধু Variable এর নাম লিখার পর সামন চিহ্ন দেওয়ার পর Variable এর value ।

যেমন :

telerPrice = 210

যে ভাবে PHP এ Variable ডিক্লেয়ার করতে হয়

PHP তে Variable এর নামের পর ডলার চিহ্ন দিতে হয় । তারপর সব আগের মতন । যেমন :

$telerPrice = 210;

আজকে এই পর্যন্তই দেখে হবে অন্য কোন আর্টকেলে । ভালো লাগলে শেয়ার,লাইক, কমেন্ট করতে ভুলবেন না ।