Full Stack Army - The Complete MERN Stack Journey

Full Stack Army - The Complete MERN Stack Journey

Table of contents

No heading

No headings in the article.

ফুলস্ট্যাক আর্মি। নতুন করে আশা করি পরিচয় করিয়ে দিতে হবে না। কারণ অলরেডি বাংলাদেশের ডেভেলপমেন্ট জগতে এই নামটা এত পরিচিত হয়ে গেছে তা আর বলার অপেক্ষা রাখে না। স্ট্যাক লার্নার কর্তৃক বাংলা ভাষায় তৈরি হওয়া মার্ন স্ট্যাকের উপর পরিপূর্ণ একটা লার্নিং রিসোর্স এটি। এর ইউটিউব প্লেলিস্ট এর পাশাপাশি গিটহাব রিপোজিটরি ও অনেক তথ্যবহুল। নতুন লার্নাররা অনেক উপকৃত হচ্ছেন এর মাধ্যমে।

গিটহাব রিপোজিটরির ক্লাস ওভারভিউ নামে যে আর্টিকেলগুলো আসে প্রতি সপ্তাহে, সেগুলো এখানে সিরিজ আকারে পাবলিশ করা হবে ধারাবাহিকভাবে, যাতে গিটহাবের পাশাপাশি এই ব্লগ সাইটও একটা লার্নিং রিসোর্স হয়ে উঠে। এই ব্লগ সাইট ভিজিট করলে যেন যে কেউ কিছু না কিছু শিখতে পারে। এই সিরিজের প্রথম ভিডিওতে একটা লার্নিং পাথ দেখানো হয়েছিল। আপনারা ভিডিওটি দেখবেন যা অলরেডি উপরে দেয়া আছে। আপনাদের সুবিধার্থে সেই লার্নিং পাথটি এখানে দেয়া হলো।

learning-path

আশা করি এই ভিডিও এবং লার্নিং পাথ দেখার পর আপনাদের মধ্যে ফুলস্ট্যাক ডেভেলপমেন্ট কি, সেখানে কি কি জানা লাগবে, কোনটার পর কিসে জাম্প করতে হবে সেই বিষয়ে আর কোনো সন্দেহের অবকাশ থাকবে না। পরের আর্টিকেল থেকে ধারাবাহিকভাবে প্রতিটা ক্লাসের ওভারভিউ আর্টিকেল আকারে এই সিরিজে পাবলিশ করা হবে। আশা করি আপনারা আরো সহজে আপনাদের প্রয়োজনীয় ক্লাসের কনটেন্ট এখান থেকে খুঁজে পাবেন। 😊😊