আপনি যদি ফ্রন্টেন্ড ডেভেলোপার হয়ে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এই ছোট্ট আর্টিকেলে আপনাদেরকে একটি টুলের সাথে পরিচয় করে দিবো। টুলটি হলো Responsively। Responsible এর মাধ্যমে আপনার সবগুলো Required Screen এ আপনার ওয়েব এ্যাপ্লিকেশনটি কেমন দেখাচ্ছে তা সহজে দেখতে পারবেন। এই টুলটি Windows, Mac এবং Linux জন্য পাবেন।
Features :
- ইচ্ছে মতো ডিভাইস এড করতে পারবেন।
- সব গুলো ডিভাইসে আপনার এ্যাপ্লিকেশনটি কেমন দেখাছে তা একসাথে দেখতে পারবেন।
- ডেভ টুলের সাপোর্ট পাবেন।
এগুলো ছাড়াও আরো অনেক ফিচার আছে