Become An Author
Stack Learner এর হাজার হাজার সদস্যের পক্ষ থেকে প্রথমেই আপনাকে জানাই একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। এরপরে আপনাকে ধন্যবাদ জানাতে চাই আপনার সিদ্ধান্তের জন্য। কারণ আপনি জ্ঞান দান করার মতো একটি মহৎ সিদ্ধান্ত নিয়েছেন যা একই সাথে আপনাকে, আপনার চারপাশের মানুষকে এবং স্বর্বপরি বাংলা ভাষাভাষি সমস্ত শিক্ষার্থীকে নিজেদের চিন্তাশক্তির বিকাশ ঘটাতে প্রতক্ষ্য বা পরোক্ষ ভাবে সাহায্য করবে। আমরা Stack Learner পরিবারের পক্ষ থেকে হাজার হাজার সদস্য অপেক্ষা করে বসে আছি আপনার লেখা আর্টিকেল পড়ার আশায়। আপনি খুব সাধারণ কিছু নিয়ম মেনে এখনই হয়ে যেতে পারেন Stack Learner লেখক পরিবারের সদস্য।
Stack Learner এ ব্লগ লেখার জন্য যা যা করতে হবে
- আপনাকে অবশ্যই যে কোনো টেকনলজি নিয়ে যথেষ্ট জ্ঞান রাখতে হবে। টেকনলজি ভালোবাসতে হবে, নতুন টেকনলজি শেখার এবং শেখানোর মানুষিকতা থাকতে হবে। আপনি জ্ঞান অর্জন করতে করতেও আপনার জ্ঞান শেয়ার করতে পারেন। তবে সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন কোনো ক্রমেই ভুল কোনো তথ্য আপনার মাধ্যমে ছড়িয়ে না পরে।
- আপনার যদি পূর্বে লেখার অভ্যাস থাকে তাহলে আপনি আপনার পূর্বে লেখা ব্লগ গুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা সেগুলো যাচাই বাছাই করে দেখবো। পূর্বে লেখা ব্লগের ক্ষেত্রে নূন্যতম পাঁচটা আর্টিকেলের লিংক আমাদের সাথে শেয়ার করতে হবে। আর্টিকেলগুলো অবশ্যই বাংলায় লেখা হতে হবে। আপনি যদি শুধুমাত্র ফেসবুকে লেখালেখি করেন তাহলে ফেসবুক পোস্টের লিংকও শেয়ার করতে পারবেন।
- যদি আপনার পূর্বের কোনো ব্লগ না থাকে কিন্তু আপনি নতুন করে শুরু করতে চাচ্ছেন তাহলে নূন্যতম তিনটা আর্টিকেলের লিংক আমাদের সাথে শেয়ার করতে হবে। এই ক্ষেত্রে আপনি আর্টিকেল গুগলডক্সে লিখে তার পাবলিক লিংক শেয়ার করতে পারবেন।
- আপনাকে ইমেইল করতে হবে এই মেইলে (hasan.m.nayem@gmail.com) এবং আপনার ইমেইলের টাইটেল হতে হবে - "Stack Learner - Regarding Becoming an Author". ইমেইলে অবশ্যই ছোট করে বর্ণনা করতে হবে যে কেন আপনি আমাদের লেখক পরিবারের সদস্য হওয়ার জন্য মনস্থির করেছেন।
- ইমেইল করার পরে তিন থেকে সাত দিন আপনাকে অপেক্ষা করতে হবে। এই সময়টাতে আমরা আপনার লেখা পর্যালোচনা করবো। তারপরে ইমেইলের মাধ্যমেই আপনাকে ফলাফল জানিয়ে দেওয়া হবে। যদি আপনি লেখক হিসেবে আমাদের পরিবারে যুক্ত হওয়ার সুযোগ পান তাহলে আপনাকে আমাদের ড্যাশবোর্ডে এক্সেস দেওয়া হবে। সাথে আর্টিকেল লেখার আরও কিছু দিক নির্দেশনা, আপনার পছন্দ অনুযায়ী বিষয়বস্তুও বেছে দেওয়া হবে।
Stack Learner এবং Stack Learner এর হাজার হাজার সদস্য আপনার লেখা পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাই আর দেরী করবেন না। বাংলা ভাষাভাষি মানুষের মাঝে জ্ঞান বিতরণ করার এটাই সব থেকে ভালো সময়।